বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে নতুন বছর উদযাপন শেষে একসাথে ফিরলেন অভিষেক–ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৫:৪৫

সংগৃহীত

বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন নববর্ষ উদযাপন শেষে একসঙ্গে মুম্বাই ফিরেছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপারাজিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা।

কিছু দিন আগে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিষেক। সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে নিয়ে তারা নিরিবিলি সময় কাটান এবং নববর্ষ উদযাপন শেষে দেশে ফেরেন।

গুঞ্জনের মধ্যেও পরিবারকে একসাথে দেখার কারণে ভক্ত ও নেটিজেনরা খুশি হয়েছেন। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিষেক-ঐশ্বরিয়াকে হাসিখুশি মেজাজে একসাথে দেখে গুঞ্জনগুলো যেন ভুল প্রমাণিত হচ্ছে। বচ্চন পরিবারের ত্রয়ীর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

কর্মব্যস্ততার মধ্যেও পরিবারকে বরাবর গুরুত্ব দিয়েছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যকে সবসময় কাছে রাখার চেষ্টা করেন সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী।

উল্লেখ্য, ‘ধুম টু’ ও ‘গুরু’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন অভিষেক-ঐশ্বরিয়া। দুই পারিবারের সম্মতিতে ২০০৭ সালে বিয়ে করেন তারা। বিয়ের চার বছর পর ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা আরাধ্যা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top