“অক্ষয় খান্নার স্বপ্নে কাঁটা, ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান”
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৩:৫১
বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। যৌবনে নায়ক চরিত্রে অভিনয় করে বহু সিনেমা করেছেন তিনি, তবে কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি। এবার সেই সাফল্য যেন কয়েক গুণ বেড়ে এসেছে ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে।
বলিপাড়ার গুঞ্জন—অক্ষয়ের কাছে একসময় এমন একটি সিনেমার প্রস্তাব আসে যা তাকে এক লাফে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারত। কিন্তু সেই সুযোগ নেন বলি মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অনেকের মতে, অক্ষয়ের কাঙ্ক্ষিত সাফল্যে বড় বাধা হয়ে দাঁড়ান তিনি।
ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় অক্ষয় ও আমিরের বন্ধুত্ব গড়ে ওঠে। সিনেমা মুক্তির পর, দর্শকরা মিস্টার পারফেকশনিস্টকে বেশি প্রশংসা করেন, অক্ষয় দুর্দান্ত অভিনয় করলেও পার্শ্বচরিত্রের মতো ধরা পড়ে।
এরপর চার বছর পর ‘তারে জমিন পার’ সিনেমার চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন অমোল গুপ্তে। শিক্ষকের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি অক্ষয়কে পছন্দ করেছিলেন। কিন্তু ফোন নম্বর না থাকায় সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। অমোলের বন্ধু ছিলেন আমির। তিনি আমিরের সঙ্গে দেখা করে অক্ষয়ের নম্বর চাইলে, আমির জানতে চান কেন। অমোল জানান, তিনি অক্ষয়ের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব নিয়ে দেখা করতে চাইছেন।
চিত্রনাট্য পড়ার পর আমিরকে গল্পটি ভালো লাগে। তিনি অনুরোধ করেন, “অক্ষয়ের বদলে আমাকে শিক্ষকের চরিত্রে সুযোগ দেওয়া হোক।” ফলস্বরূপ, সিনেমায় অক্ষয় নয়, আমির খান সুযোগ পান।
বলিপাড়ার একাংশের মতে, আমির আন্দাজ করেছিলেন সিনেমাটি হিট হবে, তাই কোনোভাবেই সুযোগ ছাড়তে চাননি। যদিও পরবর্তীতে আমির এক সাক্ষাৎকারে বলেন, “চিত্রনাট্য পড়তে গিয়ে মনে হয়েছিল, চরিত্রটি আমি করতে পারব। পরিচালক অমোলই হোন।”
সিনেমা মুক্তির পর আমির অক্ষয়ের সঙ্গে সব ঘটনা খুলে বলেন। সব শোনার পরও অক্ষয় কোনো রাগ করেননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।