ইরফান সাজ্জাদ দুই নায়িকার সঙ্গে নতুন ওয়েব সিনেমায় অভিষেক করছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৩:৫৩
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবার দুই নায়িকার সঙ্গে এক নতুন ওয়েব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। যদিও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি, জানা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এর শুটিং শুরু হয়েছে। ইরফানের সঙ্গে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা এবং প্রার্থনা ফারদীন দীঘি, দুজনেই বড়পর্দার পরিচিত নায়িকা।
ডার্ক থ্রিলার ঘরানার এই গল্পটি নির্মাণ করছেন সুমন ধর। পরিচালক বলেন, “গল্পে চরিত্রের প্রয়োজনে যাদের মনে হয়েছে, তাদের নিয়ে কাজ করছি। প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে ঠিকঠাকভাবে শেষ করে মুক্তি দিতে চাই।”
অভিনেতা ইরফান সাজ্জাদ জানান, “বরাবরই আমি ডার্ক থ্রিলার ধাঁচের গল্প পছন্দ করি। আমার চরিত্রে অনেক স্তর রয়েছে, তাই অভিনয়ের সুযোগ অনেক। কয়েকদিনের শুটিং খুব উপভোগ্য ছিল। ভাবনার সঙ্গে আমি আগেও কাজ করেছি, সে দারুণ শিল্পী। দীঘির সঙ্গে প্রথমবার কাজ করছি, তাকেও সহশিল্পী হিসেবে ভালো মনে হয়েছে।”
দীঘি বলেন, “সুমনের প্রতিটি গল্পই ভিন্নরকম। এবারও তার ব্যতিক্রম হয়নি। সুমনের সঙ্গে কাজ করার একটি সাচ্ছন্দ্য আছে।” উল্লেখ্য, দীঘি ইতোমধ্যেই সুমনের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ ওয়েব ফিল্মে কাজ করেছেন।
আশনা হাবিব ভাবনা বলেন, “এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। গল্পটি খুব চমৎকার। খুব শিগগিরই চরিত্রের ধারণা দিতে পোস্টার প্রকাশ করা হবে। আমি কাজটা ভীষণ আনন্দ নিয়ে করছি।” বর্তমানে তার ‘যাপিত জীবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
সূত্রের বরাতে জানা গেছে, এই ওয়েব ফিল্মটি আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।