‘শেখ হাসিনা’ চরিত্রে অপু বিশ্বাস!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ২০:১০
                                        বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন অনন্যা রুমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস।  গেলশুক্রবার অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটির মহরত।
‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ প্রসঙ্গে অনন্যা রুমা জানান, অপু বিশ্বাস ছাড়াও এতে অনেক গুণী শিল্পীরা অভিনয় করবেন। ৫ ভাষায় নির্মিত হবে চলচ্চিত্রটি। শিগগিরই চিত্রায়ণ শুরু হবে।
শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি জানান, এটি তার স্বপ্নের চরিত্র। অভিনয় ক্যারিয়ারে অন্যরকম এক পাওয়া ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি। সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রিয় কমলা’ নামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সিনেমাটিতে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলতি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এ ছাড়া বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-তেও অভিনয় করেছেন অপু বিশ্বাস।
এনএফ৭১/ফামি/২০২১
বিষয়: শেখ হাসিনা অনন্যা রুমা অপু বিশ্বাস

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।