মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

নেহা কাক্করের গান শুনে নিজেকে চড় মেরেছিলেন অনু মালিক

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ২০:৩০

ছবি:  সংগৃহীত

এই মুহূর্তে বলিউডের প্রথম সারির গায়িকা,ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনেও দেখা যায় তাকে। বর্তমানে জনপ্রিয়তার শিখরে থাকা এই নেহার কাক্কারের  শুনেই একবার নিজেকে চড় মেরে বসেছিলেন সংগীত পরিচালক অনু মালিক।

বেশ কয়েক বছর আগের ঘটনা। নেহা তখনও গায়িকা হিসেবে নাম করেননি। স্বপ্নপূরণ করতে অডিশন দিতে এসেছিলেন ইন্ডিয়ান আইডলে। সেই সময় বিচারকের আসনে বসতেন ফারহা খান, অনু মালিক এবং সোনু নিগম। তাদের সামনে ‘রিফিউজি’ ছবির ‘অ্যায়সা লাগতা হ্যায়’ গানটি গেয়েছিলেন। নেহার গান থেমে যাওয়ার পরেই রেগে যান অনু। তিনি বলেছিলেন, ‘নেহা, তোমার গান শুনে আমার নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছা করছে।’ এ কথা বলার পরেই নিজের গালে নিজে থাপ্পড় মারেন অনু। নেহার অডিশনের সেই ভিডিও আবার নতুন করে ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।‘ইন্ডিয়ান আইডল’-এ বেশি দূর এগোতে না পারলেও, ২০১২ সালে ‘ককটেল’ ছবির গান ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ জনপ্রিয়তা এনে দেয় নেহাকে। তার পরে আর পেছন ফিরে তাকাননি গায়িকা। ‘কালা চশমা’, ‘দিলবর’, ‘আঁখ মারে’, ‘সাকি সাকি’র মতো গান গেয়ে বলিউডে নিজের জমি শক্ত করে ফেলেছেন নেহা। 

সেই সুবাদেই অতীতে যে অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল, সেই অনুষ্ঠানে আরও দুই বিখ্যাত সংগীত পরিচালক বিশাল এবং শেখরের সঙ্গে বিচারক হিসেবে কাজ করছেন তিনি।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top