এবার বিজ্ঞাপনচিত্রে একসাথে অপু-ইমন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২১, ১৭:০৫
                                        র্দীঘ ১৪ বছর পর একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে পর্দায় দেখা যাবে‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাস ও চিত্রনায়ক ইমনকে।
মঙ্গলবার (১ জুন) রাজধানীর উত্তরায় রয়েল মালাবার কার্যালয়ে ফটোশুটে অংশ নেন অপু-ইমন। এ সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়।
নাঈম আহমেদের ক্যামেরায় অপু-ইমনের সঙ্গে আরো আছেন আনিলা তানজুম, সায়েম খান সাইফ ও জুবায়ের।
অপু বিশ্বাস বলেন, ‘ফ্যাশন আমাদের কাজের একটা অংশ। ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়েল মালাবারের পোশাক ও জুয়েলারি ডিজাইনগুলো আমার ভালো লেগেছে তাই কাজটি করছি।
ইমন বলেন, ‘অপু বিশ্বাস গুণী অভিনেত্রী। আমার ক্যারিয়ারে শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছি। এরপর আর সিনেমা করা হয়নি। আজ মালাবারের ফটো শুটে আবার তার সঙ্গে কাজ করেছি। ভালো লেগেছে।
এনএফ৭১/জেএস/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।