মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সৌদি আরব পৌঁছেছেন ৬৭ হাজার হজযাত্রী

শাকিল খান | প্রকাশিত: ৭ জুন ২০২৪, ১২:২৭

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৬৭ হাজারের কিছু বেশি সংখ্যক বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এদিকে দেশটিতে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ৫৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬২ হাজার ৫৮৮ জন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১৭২টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯০টি, সৌদি এয়ারলাইন্সের ৫৬টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি।

সৌদি আরবে এ পর্যন্ত মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১১ ও নারী একজন। মৃত হজযাত্রীদের মধ্যে মক্কায় নয়জন, মদিনায় তিনজন মারা গেছেন।

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top