না ফেরার দেশে ভাষাসৈনিক দাদু ভাই
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৫:৪৭
                                        নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাংসদ, ভাষাসৈনিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম ওরফে দাদু ভাই (৯১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১অক্টোবর) সকাল ৮টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি।
খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, মরহুমের নামাজে জানাজা বাদ আসর সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে খুলনা মহানগর ও জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলের নেতাকমীরা শ্রদ্ধা নিবেদন করার জন্য বুধবার দুপুর ১২টায় খুলনা বিএনপি অফিসের সামনে তার মরদেহ রাখা হবে।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।