শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

হাইকোর্টে আগাম জামিনের শুনানি ২২ আগস্ট থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ২৩:১৩

হাইকোর্ট ভবন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি আগামী ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।'

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top