সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দেশে করোনা পরিস্থিতি

করোনায় দেশে আরও ৮৬ মৃত্যু, শনাক্ত ৩৩৫৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১, ০১:১১

করোনায় দেশে আরও ৮৬ মৃত্যু, শনাক্ত ৩৩৫৭

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং নারী ৪২ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জনে।

এছাড়া করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। ফলে দেশে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top