রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কক্সবাজার গণধর্ষণ:

প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ০৩:৩৪

প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে তিন দিনের রিমান্ড

কক্সবাজারে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী আসামিকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাকে সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২২ ডিসেম্বর কক্সবাজারে স্বামী ও সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top