শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ওসি প্রদীপের স্ত্রী জেলে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মে ২০২২, ০১:২৩

ওসি প্রদীপের স্ত্রী জেলে

টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, আজ সোমবার সকালে অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে কিছুক্ষণ আগে আদালত শুনানি শেষে জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top