দ্রুতই শ্রম আইনে সংশোধন হচ্ছে: উপদেষ্টা সাখাওয়াত
Nasir Uddin | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৩৬

সংশোধন প্রক্রিয়ায় থাকা শ্রম আইনে অনেক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন । শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই দ্রুতই এ আইনের পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ এপ্রিল) সবিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শ্রম আইন নিয়ে পরে আলোকপাত করবো। আমি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) থেকে ফিরে এসে বসতে পারিনি। শ্রম আইনে অনেককিছু পরিবর্তন আসছে। এখনো পাকাপোক্ত হয়নি, তবে অনেক পরিবর্তন আছে। আমাদের আলোচনা হয়েছে। যেসব প্রস্তাব আমরা দিয়েছি, যেগুলো আমরা একসেপ্ট করেছি, সেগুলো আইএলও-কে বলা হয়েছে। সেগুলো ফাইনালাইজ করতে হবে। আরও অনেক কিছু আছে।
এ আইনটি কবে নাগাদ আসবে জানতে হলে তিনি বলেন, কবে নাগাদ এটা দেখতে থাকেন। তিনি আরও বলেন, সময় নিয়ে এ মুহূর্তে কিছু বলতে পারছি না। শ্রম আইন নিয়ে পরে বলব। অনেক পরিবর্তন আছে, অনেক, এখনো কিছু পাকাপোক্ত হয়নি, অনেক পরিবর্তন আছে ।
তিনি আরো জানন, ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে, আলোচনায় যেসব প্রস্তাব আমরা পেয়েছি, যেগুলো গ্রহণ করেছি সেগুলো আইএলওকে বলা হয়েছে, আরো কিছু আছে, এ যে সংস্কার কমিশন আছে। কোনো জিনিসেরই টাইমলাইন দিতে নেই। টাইমলাইন দিলাম হলো না, যত তাড়াতাড়ি সম্ভব, আমারও তো একটা ইচ্ছা আছে যে আমি থাকতে থাকতে পাকাপোক্ত করে যাই।
এবারের মে দিবস উপলক্ষ্যে সারাদেশই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বের হবে মে দিবসের র্যালি। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে আলোচনা অনুষ্ঠান। এবারের মে দিবসের স্লোগান, ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।