শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না গ্রেপ্তার
Nasir Uddin | প্রকাশিত: ১১ মে ২০২৫, ১২:০৭

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতির স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ। শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে তাকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জোড়া খুনের মামলার আসামি ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে বাড়ইপাড়া থেকে গ্রেপ্তার বাকলিয়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে তোলা হবে।’
গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে গ্রেফতার করা হয় ছোট সাজ্জাদকে। গ্রেফতারের পরে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিওটিতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। ’
পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল বায়েজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান।
এ হামলার পেছনে দুটি উদ্দেশ্য ছিল, বায়েজিদ বোস্তামি ও আশপাশের এলাকার অপরাধীদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের প্রতিশোধ নেওয়া। খুনের শিকার বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে ১ এপ্রিল সন্ধ্যায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রীসহ সাতজনের নামে মামলা করেন।
মামলায় অন্য আসামিরা হলেন, সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭), মোহাম্মদ হাসান (৩৭), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।