আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণা, অসন্তুষ্ট আছিয়ার মা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৬:০৬

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য তিন আসামি খালাস পেয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে এ রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হিটু শেখ। খালাসপ্রাপ্ত তিন আসামি হলেন-হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম ও দুই ছেলে।
৮ বছরের শিশু আছিয়া গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয়। ৯ মার্চ আছিয়ার মা আয়েশা খাতুন মাগুরা সদর থানায় মামলা করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
গুরুতর অবস্থায় আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা ও মামলার বাদী আয়েশা বেগম। তিনি বলেন, হিটু শেখের ফাঁসির আদেশ হলেও অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায় আমরা মেনে নিতে পারছি না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।