সন্তান বড় হলে বাবা-মায়ের কাছে কম যায় কেন?
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:০২
বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক জীবনের অন্যতম শক্তিশালী বন্ধন। কিন্তু সন্তান বড় হওয়ার পর অনেক বাবা-মা ভেবে থাকেন, কেন তাদের সন্তানরা বাড়িতে কম আসে বা দেখা করতে কম সময় দেয়। বিশেষজ্ঞরা বলেন, এটি ভালোবাসার অভাব নয়, বরং জীবন পরিবর্তনের, নতুন দায়িত্ব এবং ভূমিকার কারণে ঘটে।
সন্তানের জীবনে চাকরি, পারিবারিক দায়িত্ব, সন্তান পালন এবং সামাজিক জীবনের ব্যস্ততা সময় কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে ভৌগোলিক দূরত্বও একটি বড় কারণ—ছেলে-মেয়েরা দূরের শহর বা বিদেশে থাকলে ভ্রমণ ও সময় খরচ বেশি হয়। এছাড়া নতুন পারিবারিক অগ্রাধিকারও বাবা-মার সঙ্গে কম দেখা হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ।
সংশ্লিষ্টরা বলছেন, পরিষ্কার প্রত্যাশা ও খোলাখুলি যোগাযোগ সম্পর্কের দূরত্ব কমাতে সাহায্য করে। বাবা-মা সন্তানের নতুন জীবনকে মেনে নিলে মানসিক চাপ কমে এবং তারা কম একা অনুভব করেন। এছাড়াও, ফোন কল, বার্তা বা ছোট ছোট মুহূর্তের ভাগাভাগি সম্পর্ক ধরে রাখতে কার্যকর।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, সন্তান কম দেখা মানে ভালোবাসা কম নয়। যত্ন, বোঝাপড়া এবং প্রচেষ্টা সম্পর্ককে জোরদার রাখে, আর ভালোবাসার প্রকৃত মাপকাঠি শুধু দেখা বা কল নয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।