“শীত জয় করুন হিটার ছাড়া: ঘর গরম রাখার সহজ কৌশল”
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১
শীত বাড়লেই বাড়ে বিদ্যুৎ বিলের চিন্তা। তাই অনেকেই হিটার ব্যবহার করতে দ্বিধা করেন। তবে ঘর গরম রাখার জন্য হিটারই একমাত্র সমাধান নয়। কিছু সহজ কৌশল ও স্মার্ট পরিকল্পনার মাধ্যমে হিটার ছাড়া ঘরকে আরামদায়ক উষ্ণ রাখা সম্ভব।
প্রথমেই সূর্যের আলো কাজে লাগান। সকালে পর্দা সরিয়ে দিন, বিকেলে সূর্যাস্তের পর পর্দা টেনে রাখুন। থার্মাল বা ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করলে রাতে তাপ ধরে রাখা সহজ হয়। জানালার ফাঁকফোকর ওয়েদারস্ট্রিপিং বা উইন্ডো ফিল্ম দিয়ে সিল করুন। রান্নাঘরের তাপও ঘরকে উষ্ণ রাখতে সহায়তা করে।
ছোট কিন্তু কার্যকর উপায় হলো হট ওয়াটার বটল ব্যবহার করা বা শাওয়ারের গরম বাষ্প ঘরে ছড়িয়ে দেওয়া। স্তরে স্তরে পোশাক পরা, মোজা ও উল টুপি ব্যবহার করা, বিছানায় হেয়ার ড্রায়ার চালানো এবং জানালার কাছে বিছানা না রাখা ঘরকে আরামদায়ক রাখে।
ফ্লোরে মোটা রাগ বসানো, দরজা-জানালার নিচে ড্রাফট স্টপার ব্যবহার, ঘরের দেয়াল-দরজার ফাঁকফোকর ককিং করা, ইলেকট্রিক আউটলেট সিল করা—all এসব ছোট ছোট উদ্যোগ ঘরের ইনসুলেশন বাড়িয়ে দেয়।
হিটার ছাড়া ঘর গরম রাখা চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। সূর্যের আলো, ইনসুলেশন, থার্মাল পর্দা ও স্মার্ট কৌশলগুলো মিলিয়ে শীতকালকে করা যায় আরামদায়ক ও স্বস্তিদায়ক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।