ভারতীয়রা বছরজুড়ে গুগলে কী খুঁজল?
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৭
ভারতের মানুষ কিসের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী, তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেয় গুগলের সার্চ ডেটা। ‘ইন্ডিয়াস ইয়ার ইন সার্চ ২০২৫: দ্য এ টু জেড অব ট্রেন্ডিং সার্চেস’ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে ভারতীয়রা শুধু বিনোদন বা খেলার খবরের জন্য নয়, প্রযুক্তি, জাতীয় ঘটনা, সামাজিক ও রাজনৈতিক বিষয় এবং দৈনন্দিন জরুরি তথ্য খুঁজেছেন।
বিনোদন: বিনোদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ‘সাইয়ারা’ সিনেমা এবং এর অভিনেতা অনীত পাড্ডা ও আহান পান্ডে। দক্ষিণ ভারতীয় সিনেমা যেমন ‘কানতারা: এ লিজেন্ড চ্যাপ্টার ১’, ‘কুলি’ ও ‘মার্কো’-ও ট্রেন্ডিং তালিকায় এসেছে।
প্রযুক্তি ও এআই: গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনি সর্বাধিক সার্চে দ্বিতীয় স্থানে। এছাড়াও ডিপসিক, পারপ্লেক্সিটি, চ্যাটজিপিটি, গুগল এআই স্টুডিও এবং ফ্লো-এর খোঁজখবর জনপ্রিয় হয়েছে।
ক্রীড়া: ক্রিকেট এখনও সবচেয়ে জনপ্রিয়। ২০২৫ সালের আইপিএল সবচেয়ে বেশি সার্চ হয়েছে। নারী ক্রিকেটেও আগ্রহ দেখা গেছে, বিশ্বকাপ জয়ের পর জেমিমা রডরিগেজ সর্বাধিক অনুসন্ধান পান।
জাতীয় ঘটনা ও সামাজিক আগ্রহ: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর পর তথ্য খোঁজ বেড়েছে। মহা কুম্ভ মেলা সম্পর্কেও বড় সংখ্যায় অনুসন্ধান হয়েছে। এছাড়াও সামাজিক ও রাজনৈতিক বিষয় যেমন ‘সিজফায়ার’ এবং ওয়াকফ সংক্রান্ত অনুসন্ধানও দেখা গেছে।
‘নিয়ার মি’ সার্চ: স্থানীয় তথ্য যেমন সিনেমা হল, হাসপাতাল, ওষুধের দোকান ও বাতাসের মান সম্পর্কিত অনুসন্ধান বেড়েছে।
অন্যান্য ট্রেন্ড: লাবুবু খেলনা ও ‘#৬৭ মিম’ সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। রান্নার রেসিপির ক্ষেত্রেও আগ্রহ দেখা গেছে।
এআই ব্যবহার ও প্রভাব: এআই-এর ওপর নির্ভরশীলতা বাড়ছে, তবে এটি সবসময় সঠিক নয় এবং চাকরি ও সাইবার নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
সূত্র: ডয়েচে ভেলে
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।