শীতে ত্বকের সেরা সুরক্ষায় ভ্যাসলিন না গ্লিসারিন?
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬
শীত এলেই ত্বক হয়ে যায় রুক্ষ, খসখসে ও ফাটে। এই সময়ে ময়েশ্চারাইজার ব্যবহার অনिवार্য। বাজারে নানা লোশন, ক্রিম ও সিরামের মধ্যে অনেকেই প্রাচীন ভরসার নাম—ভ্যাসলিন ও গ্লিসারিন—কে অগ্রাধিকার দেন।
ডার্মাটোলজিস্ট ডা. শ্বেতা ত্রিপাঠি হিন্দুস্তান টাইমসকে বলেন, “গ্লিসারিন পানি টেনে আনে, আর ভ্যাসলিন সেই পানি ত্বকে ধরে রাখে।” অর্থাৎ দু’টি ময়েশ্চারাইজার হলেও কাজের ধরন আলাদা।
ভ্যাসলিন ত্বকের ওপর সুরক্ষাচাদর তৈরি করে, ঠোঁট ফাটা, গোড়ালি ফাটা ও ক্ষতস্থানে কার্যকর। তবে এটি তুলনামূলকভাবে ভারী বা তেলতেলে অনুভূতি দেয়।
গ্লিসারিন শক্তিশালী হিউমেকট্যান্ট, যা বাতাস বা ত্বকের গভীর থেকে পানি টেনে আর্দ্রতা বজায় রাখে। এটি হালকা এবং প্রায় সব ধরনের ত্বকের জন্য উপযোগী।
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে সর্বোত্তম ফলাফলের জন্য গ্লিসারিন ভিত্তিক লোশন লাগিয়ে তার উপরে অল্প ভ্যাসলিন ব্যবহার করা উচিত। এটিই আধুনিক স্কিনকেয়ারে ‘Slugging’ নামে পরিচিত।
ত্বকের ধরন অনুযায়ী ব্যবহারের পরামর্শও ভিন্ন। তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বকের জন্য গ্লিসারিন বেশি উপযোগী, সংবেদনশীল বা একজিমা-প্রবণ ত্বকের জন্য ভ্যাসলিন। খুব শুষ্ক বা কনকনে শীতে ভ্যাসলিন প্রধান উপাদান হিসেবে কার্যকর।
ডা. ত্রিপাঠি বলেন, “গ্লিসারিন-ভিত্তিক ময়েশ্চারাইজার আগে লাগান, তারপর যেখানে বাড়তি সুরক্ষা চাই সেখানে ভ্যাসলিন দিয়ে সিল করে নিন।”
সূত্র: হিন্দুস্তান টাইমস
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।