সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

শীতের শুষ্ক বাতাসে ত্বকের পাশাপাশি আর্দ্রতা হারায় চুল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৩

ছবি: সংগৃহীত

শীতের শুষ্ক বাতাসে ত্বকের পাশাপাশি আর্দ্রতা হারায় চুল। তাছাড়া ধুলাবালি দাপট তো রয়েছেই। এই দুইয়ের আধিপত্যে চুল হয়ে ওঠে রুক্ষ-শুষ্ক। এমন অবস্থায় চুলে জট পড়ে। চিরুনি দিলেই মুঠো মুঠো চুল উঠে আসে। এ সময় চুল পড়া কমাতে চুলের শুষ্কতা দূর করা প্রয়োজন। এক্ষেত্রে একগাদা টাকা খরচ করে বাজার থেকে ক্রিম কেনার প্রয়োজন নেই। ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন স্মুদনিং ক্রিম।

 

নারকেলের দুধ

চুলের স্বাস্থ্য ফেরাতে ও মজবুত রাখতে ব্যবহার করতে পারেন ভিটামিন সমৃদ্ধ নারকেলের দুধ। এই দুধ চুলের আর্দ্রতা ফিরিয়ে আনতেও উপকারী। এই দুধ দিয়েই বানিয়ে নিন হেয়ার ক্রিম।  এজন্য একটি পাত্রে ১ কাপ নারকেলের দুধ ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ফ্রিজে রাখুন। ব্যবহারের আগে ভালো করে একবার মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

 

মধু

চুলের রুক্ষতা -শুষ্কতা দূর করতে ব্যবহার করতে পারেন মধু। হারানো আর্দ্রতা ফিরিয়ে এনে চুলের ময়েশ্চার করতে উপকারী এই প্রাকৃতিক উপাদান। এক কাপ কাঁচা দুধের সঙ্গে অর্ধেক কাপ মধু মিশিয়ে ফেটিয়ে নিয়ে ক্রিম বানিয়ে ফেলুন। এবার ভালো করে চুলে মেখে ৪০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে চুল হয়ে উঠবে মোলায়েম, সুন্দর।

 

ডিম

রেশমের মতো চুল পেতে অনেকেই ডিমে ব্যবহার করেন। রুক্ষতা দূর করতে ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হেয়ার ক্রিম বানিয়ে নিন। এজন্য দুটি ডিম ভালো করে ফেটিয়ে তাতে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ২০ মিনিটে রেখে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের আর্দ্রতা ফিরবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top