দাফনের সময় নড়ে ওঠা শিশুটির মৃত্যু
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১১:১৭
                                        নিজস্ব প্রতিবেদক:
শেষ পর্যন্ত বাঁচানো গেলো না দাফনের সময় নড়ে ওঠে সদ্যজাত মরিয়মকে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ।
এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেলে জন্ম নেয় শাহিনূর-ইয়াসিন দম্পতির কন্যা মরিয়ম। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেয়া শিশুটিকে মৃত্যুসনদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর কবরস্থানে দাফনের জন্য কবরে নামাতে গেলে নড়ে ওঠে মরিয়ম। পরে আবার শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ঢামেকের এনআইসিইউতে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।