ব্যারিস্টার রফিকের অবস্থা আশঙ্কাজনক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৩:৩৮
                                        নিজস্ব প্রতিবেদক:
সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।
তিনি জানান, মঙ্গলবার রাত থেকে তার শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
প্রসঙ্গত, ১৫ অক্টোবর সন্ধ্যায় রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিল সমস্যার কারনে তাকে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।