শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বুয়েটের হলে করোনার হানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০১:০০

বুয়েটের হলে করোনার হানা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আটটি আবাসিক হলে ২৪ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান রবিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা করোনা সংক্রমণের প্রকোপ বাড়ার শুরু থেকে কিছু শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। কিন্তু গত দুদিনে এটির হার বাড়ছে। আমাদের প্রতিটি হলে করোনা পজিটিভ শিক্ষার্থী রয়েছে বলে তথ্য এসেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে আটটি হলের ২৪ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, যারা আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি আমরা। কারণ, হলে আলাদা করে থাকার মতো কোনো ব্যবস্থা নেই।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top