• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


অকেজো যানবাহন-যন্ত্রপাতি নিলামে তুলবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ০০:৫২

অকেজো যানবাহন-যন্ত্রপাতি নিলামে তুলবে ডিএনসিসি

অকেজো যানবাহন-যন্ত্রপাতি নিলামে তুলবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নিলামে উন্মুক্ত দরপত্র আহ্বান করে মূল্যায়ন করতে করপোরেশন ৬ সদস্যের কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (১২ জুলাই) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির সচিব মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে নির্বাহী প্রকৌশলীকে (যান্ত্রিক সার্কেল)।

এছাড়া ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যান্ত্রিক সার্কেল, পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রান্সপোর্ট) এবং বিআরটিএ-এর সহকারী পরিচালককে কমিটির সদস্য করা হয়েছে।

এ বিষয়ে ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছন, করপোরেশনের যানবাহন-যন্ত্রপাতি অকেজো ঘোষণা (কনডেমনেশন) কমিটির গৃহীত কার্যক্রম অনুমোদনের পর নিলামযোগ্য যানবাহন-যন্ত্রপাতি উন্মুক্ত দরপত্র আহ্বান করে দরপত্র মূল্যায়ন করার জন্য এই নিলাম দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।



বিষয়: ডিএনসিসি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top