মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

দল নিয়ে চিন্তিত, তবে কাউকে ভয় পাই না: পাপন

রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০৩:১০

নাজমুল হাসান পাপন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপ অভিযান। কিন্তু এই আফগানরাই আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে রশিদ-নবিদের কাছে উইকেটে হেরে যাওয়ার পরও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার দাবি, বাংলাদেশ দল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ।

এদিকে, টিম হোটেলে দলের সঙ্গে দেখা করার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যেশে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দলের সবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। খেলাটাও (আফগানিস্তান-শ্রীলঙ্কা) দেখা হলো। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত।'

তবে পাপনের বিশ্বাস, বাংলাদেশ সবগুলো ম্যাচই জিতবে। পাপন বলেন, আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব।'

বোর্ড সভাপতির মতে, করোনার বিরতিতে দলের পারফরম্যান্সে ছন্দপতন হয়েছে, 'করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top