• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ২১:১২

রোহিঙ্গাদের ফেরাতে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন, ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসলো। রোহিঙ্গারা যেন নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারেন, সেজন্য তুরস্ক কাজ করবে বলেও জানান তিনি। 

বুধবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এমন কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার পরামর্শ নেওয়া প্রয়োজন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াটাই মূল সমাধান।

মন্ত্রী বলেন, উভয়পক্ষের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ-তুরস্ক বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার থেকে দুই বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। তুরস্ক বাংলাদেশে একাধিক খাতে বিনিয়োগ করতে চায় জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক সরঞ্জাম খাতেও বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহী। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসলো বলেন, অতি স্বল্প সময়ে অর্থনৈতিক খাতে বাংলাদেশ যে উন্নয়ন করেছে তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান তারা (রাইজিং স্টার)। দেশটিতে প্রচুর সম্ভাবনাময় খাত রয়েছে, যেখানে বিনিয়োগ করা যায়। তুরস্কের বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মেভলুত ক্যাভুসলো।

এনএফ৭১/এনএম/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top