বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গাবাহী নৌবাহিনীর ৫টি জাহাজ

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১৭:৫৬

ছবি: নিউজফ্ল্যাশ৭১

ব্যাপক নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে কুয়াশামুক্ত ঝলমলে সকালে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক পাঁচটি জাহাজ। এসময় বেঁচে থাকার এক নতুন স্বপ্ন মিয়ারমার ফেরত নানা বয়সী রোহিঙ্গা নাগরীদের চোখে মুখে প্রকাশ পায়। পরনে ছিল লাইফ জ্যাকেট। নদীতে ছিল নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, নৌ পুলিশের স্পিড বোটগুলোর টহল।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয় এসব জাহাজ।

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) রাতে প্রায় ১ হাজার ৮০০ রোহিঙ্গা শরণার্থীকে দুই দফায় ৩০টি বাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রামে আনা হয়েছিল। পতেঙ্গার বিএফ শাহীন কলেজ মাঠে তাদের রাতযাপনের ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্টের পর কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেয়া ১২ লাখ রোহিঙ্গার মধ্যে গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরে নেওয়া হয়েছিল। প্রথম দলকে পাঠানোর ২৪ দিন পর সোমবার দ্বিতীয় দলকে পাঠানোর প্রক্রিয়া শরু হয়। প্রাথমিকভাবে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top