• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মেট্রোরেলে ৫ দিনে ৪৬ লাখ ৮০ হাজার টাকার টিকিট বিক্রি

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০৪:২৭

মেট্রোরেল

উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পাঁচদিনে মেট্রোরেলের আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, পাঁচদিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা। ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা।

অন্যদিকে গত পাঁচদিনে চার হাজার ৮০৪টি এমআরটিপাস টিকিট বিক্রি হয়েছে। প্রতিটা টিকিটের দাম ৫০০ টাকা। ফলে এ খাতে আয় হয়েছে ২৪ লাখ দুই হাজার টাকা। দুই খাত মিলিয়ে মোট টিকিট বিক্রি হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার।

যানজটের নগরী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন মেট্রোরেল। বহুল আকাঙ্ক্ষিত এ যোগাযোগ ব্যবস্থা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁওয়ে আসতে পারছেন যাত্রীরা।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর গণমানুষের জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চালানো হচ্ছে দ্রুত গতির এ বাহনটি। আপতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল।

মেট্রোরেলের মোট ব্যয় হয়েছে প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এরমধ্যে জাইকা ঋণ দিচ্ছে ১৯ হাজার ৬৭৫ কোটি ৭০ লাখ টাকা। বাকি ১৩ হাজার ৭৯৬ কোটি ২৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে খরচ করা হবে। ঋণের গ্রেস পিরিয়ড ১০ বছর। পরিশোধ করতে হবে ৩০ বছরের মধ্যে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top