• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

রাজিউর রাহমান | প্রকাশিত: ৩ মে ২০২৩, ২০:৪৭

ছবি: সংগৃহীত

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় আরও এক ধাপ পিছিয়েছে। ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বুধবার (৩ মে) ২০২৩ সালের এই সূচক প্রকাশ করে। সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩ তম। এ বছর সূচকে দক্ষিণ এশিয়ায় সবার নিচে থাকা বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১।

২০২২ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। সেসময় বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩, সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবনমন ঘটেছিল ১০ ধাপ।

এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে ভুটান। দেশটির অবস্থান ৯০তম। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের অবস্থান ৯৫তম। মালদ্বীপের অবস্থান ১০০তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৫তম, পাকিস্তানের অবস্থান ১৫০তম, আফগানিস্তানের অবস্থান ১৫২তম ও ভারতের অবস্থান ১৬১তম।

সূচকে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। দেশটির স্কোর ৯৫ দশমিক ১৮। দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির স্কোর ৮৯ দশমিক ৯১। তৃতীয় অবস্থানে থাকা ডেনমার্কের স্কোর ৮৯ দশমিক ৪৮।

এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবার নিচে অবস্থান করছে উত্তর কোরিয়া। দেশটির স্কোর ২১ দশমিক ৭২। নিচের সারির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের স্কোর ২২ দশমিক ৯৭। এর ওপরে থাকা ভিয়েতনামের স্কোর ২৪ দশমিক ৫৮।

সূচক তৈরিতে আরএসএফ মূলত ৫টি বিষয় বিবেচনায় নেয়। সেগুলো হচ্ছে—রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা।

ফ্রান্সভিত্তিক সংগঠন আরএসএফ বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে। সংগঠনটি প্রতি বছরই মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে। বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তার ভিত্তিতে আরএসএফ গত ২০০২ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশকেও সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবছর মুক্ত গণমাধ্যম দিবসের ৩০তম বার্ষিকী পালিত হচ্ছে। বরাবরের মতোই এবার ১৮০টি দেশ ও অঞ্চলে সাংবাদিকতার পরিবেশের মূল্যায়ন করে তালিকাটি সম্পন্ন করা হয়েছে।

আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, ৩১টি দেশে গণমাধ্যম পরিস্থিতি 'খুবই গুরুতর', ৪২টি দেশে 'কঠিন', ৫৫টি দেশে 'সমস্যাগ্রস্ত' এবং ৫২টি দেশে 'ভালো' বা 'সন্তোষজনক'। প্রতিবেদনটির সারসংক্ষেপ হলো, দশের মধ্যে সাতটি দেশেই সাংবাদিকতার পরিবেশ 'খারাপ' এবং মাত্র তিনটিতে সন্তোষজনক।

আরএসএফ মহাসচিব ক্রিস্টোফ ডেলোয়ার বলেছেন, এ বছর আরএসএফের মানচিত্রে আগের চেয়ে আরও বেশি রেডমার্ক দেখা যাচ্ছে, কারণ কর্তৃত্ববাদী শাসকেরা গণমাধ্যমের মুখ চেপে ধরতে ক্রমশ আরও বেশি সাহসী হয়ে উঠছেন। এই প্রবণতা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একজোট হয়ে কাজ করতে হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top