বিএনপির সময় বিদ্যুৎ উৎপাদন হতো ৩৬০০ মেগাওয়াট

আগামী নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই

রাজিউর রেহমান | প্রকাশিত: ৯ জুন ২০২৩, ০১:০৫

ছবি: সংগৃহীত

৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বিএনপির সময়। ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছিল। আর আওয়ামী লীগের আমলে শতভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছে, এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপির আমলে বিদ্যুৎ দেয়ার কথা বলে খাম্বা লাগিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হওয়ায় বর্তমান সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। এর কোন ব্যতয় ঘটবে না।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মধ্যে কোন সমন্বয়হীনতা নেই। যারা সংলাপ প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন, এসব তাদের ব্যাক্তিগত মত, আওয়ামী লীগের নয়।

দেশের চলমান লোডশেডিং নিয়ে হাছান মাহমুদ বলেন, লোডশেডিং সাময়িক অসুবিধা। আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top