• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


চূড়ান্ত আন্দোলনের বার্তা দেবেন বিএনপি মহাসচিব

দুপুরে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি, বিকেলে যুবলীগের বিক্ষোভ মিছিল

রাজিউর রাহমান | প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৬:১৪

ছবি: সংগৃহীত

রাজধানীতে আজ (২২ জুলিই) ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সোহরাওয়ার্দী উদ্যানে আজ (শনিবার) দুপুর ২টায় শুরু হবে এ সমাবেশ। বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবে যুবলীগ। আর নোয়াখালী জেলা আওয়ামী লীগ সেখানকার জেলা স্কুলমাঠে করবে ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ’।

‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের সমন্বয়ে আজকের সমাবেশ। এতে রাজধানী ও আশপাশের জেলা থেকে তিন সংগঠনের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।

‘তরুণ প্রজন্ম দেব ভোট, রাজপথে বিজয় হোক’ স্লোগানে অনুষ্ঠিত হবে বিএনপির এই সমাবেশ। এতে চাকরিবঞ্চিত, গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্য, ভোট না দিতে না পারা তরুণ-তরুণীসহ এই সরকারের আমলে চাকরিচ্যুত কয়েকজনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশ থেকে বিএনপি মহাসচিব চূড়ান্ত আন্দোলনের বার্তা দেবেন।

তারুণ্যের সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, ঢাকার এই সমাবেশে মূলত আন্দোলনের মাঠ না ছাড়ারই ঘোষণা দেবে বিএনপি। একই সঙ্গে বর্তমান ‘অরাজক’ পরিস্থিতির পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার ডাক দেওয়া হবে। তারুণ্যের সমাবেশের পর এক দফায় সর্বশক্তি দিয়ে এগোবে বিএনপি।

‘সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে’ তারুণ্যের সমাবেশ চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত ‘শান্তিপূর্ণ অবস্থান’ নেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ হবে। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই যৌথ সমাবেশে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, গতকাল সম্পাদকমণ্ডলীর সভায় আগস্টে শোকের মাসব্যাপী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এবারের শোকের কর্মসূচিগুলো সমাবেশ আকারে করা হবে। যত বেশি সম্ভব মানুষের জমায়েত নিশ্চিত করতে হবে। বৈঠকে ওবায়দুল কাদের জানান, ৩০ জুলাই তৃণমূলের নেতাদের নিয়ে গণভবনে বৈঠক হবে। আর রংপুরে ২ আগস্ট সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top