• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সমাবেশের অনুমতি নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

রাজিউর রাহমান | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ২৩:২৪

ছবি: সংগৃহীত

রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন- ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তবে গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনার বলেন, শুক্রবার ৭ থেকে ৮টি তাজিয়া মিছিল আছে। নিরাপত্তার হুমকি থাকতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ। এছাড়া শুক্রবার দুটি ভিভিআইপি মুভমেন্ট আছে। সব সরকারি ছুটির দিন এক নয়।

তিনি বলেন, আমরা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, ডিএমপির যদি পর্যাপ্ত ফোর্স থাকে নিরাপত্তা দেয়ার জন্য, তাহলে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি দেয়া হবে, অন্যথায় নয়।

ডিএমপি কমিশনার বলেন, কোনো গণগ্রেফতার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে পরোয়ানা আছে, মামলা আছে; তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে, রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশস্থল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি নয় দুই দল। বিএনপি নয়াপল্টনে আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ কর‍তে চায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top