• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হাঁটু গেড়ে শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন ঋষি সুনাক, সম্মান প্রদর্শনের বিরল দৃশ্য

রায়হান রাজীব | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৭

ছবি: সংগৃহীত

ভারতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রোববার (১০ সেপ্টেম্বর) একটি ছবিতে দেখা যায়, ঋষি সুনাক খালি পায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কথা বলছেন। সেলফির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান প্রদর্শনের বিরল এই ছবিও।

এক দেশের সরকারপ্রধানের সঙ্গে অন্য দেশের সরকারপ্রধানের শুভেচ্ছা বিনিময়ের এই দৃশ্য বিরল। অনেকে এটিকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ সম্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করে গর্বের কথা তুলে ধরেছেন রাজনৈতিক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বিষয়টি নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক পেজে লেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তনের পথে লন্ডনের ঐতিহাসিক ১০নং ডাউনিং স্ট্রিট এ গিয়েছিলেন।

সে সময়ের বৃটিশ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হীথ, স্বাধীন বাংলাদেশের জাতির পিতাকে বহনকারী গাড়ীর দরজা খুলে বঙ্গবন্ধুর প্রতি এক বিরল সম্মান প্রদর্শন করেছিলেন। বর্তমানে বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বঙ্গবন্ধুকন্যার আজকের এই ছবিটি মনে করিয়ে দেয় সেদিনের ঐতিহাসিক সেই ঘটনা।

এই সম্মান ও ভালোবাসা অর্জন করে নিতে হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে বাংলাদেশের অসামান্য অগ্রগতি এবং শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার যে উদাহরণ বিশ্বরাজনীতিতে তৈরি করেছেন, তারই প্রতিফলন এই দৃশ্য।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top