সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ ঝাড়লেন ওমর সানী, কী বললেন তিনি?

রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫০

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন এই নায়ক। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুলেছেন তিনি।

সাধারণ মানুষ কী খাবে সরকারের কাছে জানতে চেয়েছেন ওমর সানী। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে এমন একটি পোস্ট দেন তিনি। পোস্টে ওমর সানী লিখেন, ‘সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কী খাব—আর পারছি না রাষ্ট্র।’

দেশজুড়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল্য। বলা যায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষেরা। মধ্যবিত্তরা অনেক কষ্টে কোনোভাবে ম্যানেজ করে চললেও নিম্নবিত্তদের জন্য যেন একেবারেই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। মূলত এ কারণেই আক্ষেপের সুরে স্ট্যাটাসটি দিয়েছেন সানী।

ওমর সানী মনে করছেন, তিনি তো আর জনে জনে গিয়ে কথাগুলো বলতে পারবেন না। তাঁর জানানোর জায়গা ওই একটাই। নিজের ফেসবুক। সেখানেই তাই নিজের যাবতীয় উপলব্ধির কথা বললেন তিনি।

একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী এখন অভিনয়ে নিয়মিত নন। পছন্দসই গল্প পেলে তবেই অভিনয় করতে রাজি হন। সানী এখন ‘চাপওয়ালা’ নামের একটি রেস্টুরেন্ট চালু করেছেন। নিজেকে ব্যবসায় নিয়োজিত করেছেন। এই ব্যবসা করতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে বাড়ার ব্যাপারটি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top