সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


দাম বেশি নেওয়ায় ১৩১ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

শাকিল খান | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৭

ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৩১টি প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

ঢাকাসহ দেশের ৪৮টি জেলায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অধিদপ্তরের ৫০টি টিম কর্তৃক ৭৩টি বাজারে ১৩১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top