• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হাত হারানো শিশুকে আদালত

ভালোভাবে পড়ালেখা করে বড় অফিসার হবে: আদালত

রাশেদ রাসেল | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪, ১৮:১৪

ছবি: সংগৃহীত

শিশুকে আদর মাখা কণ্ঠে বিচারক বললেন, ভালোভাবে পড়ালেখা করে বড় অফিসার হবে। আমরা যখন বুড়ো হব, দেখা করতে আসবে। আমরা অপেক্ষায় থাকব।

স্বয়ং বিচারপতি হাত হারানো দরিদ্র পরিবারের ১৩ বছরের শিশুকে কাছে ডেকে নিয়ে বলেন এসব। হাতে তুলে দেন চকলেট।

আজ বুধবার (৩১ জানুয়ারি) উচ্চ আদালত দেখা যায় এমন দৃশ্য।

২০২০ সালে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ১৩ বছর বয়সী শিশু নাঈম হাসান নাহিদ। ওই বছর ক্ষতিপূরণ চেয়ে রিট করেন শিশুটির বাবা। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন। আজ ছিল চূড়ান্ত রায় ঘোষণার দিন।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাতের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে হাত হারানো শিশু নাইমের নামে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করার নির্দেশ দেন। পাশাপাশি শিশুটিকে এইচএসসি পর্যন্ত পড়াশোনার খরচ হিসেবে প্রতি মাসে ৭ হাজার টাকা করে দিতে বলা হয়।

রায় ঘোষণা শেষে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার শিশু নাঈমকে কাছে ডাকেন। শিশুকে আদরমাখা কণ্ঠে বলেন, ‘তুমি আর দুষ্টুমি করবে না। ভালোভাবে পড়াশোনা করবে।’ শিশু নাঈম মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়।

বিচারপতি বলেন, ‘এই চকলেটগুলো নাও। চকলেট শুধু তোমার জন্য।’ বিচারপতি নাইমা হায়দার বলেন, ‘আমরা কিন্তু তোমার পড়াশোনার খোঁজ নেব। যখন বুড়ো হব, বড় অফিসার হয়ে দেখা করতে আসবে। ভালো থেকো।’

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top