শেখ মুজিবের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিবের শ্রদ্ধা নিবেদন
সুজন হাসান | প্রকাশিত: ৮ জুন ২০২৪, ১০:৩৫
 
                                        বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান। শনিবার (৮ জুন) সকালে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান বলেছেন, এটা আমার জন্য একটা অভাবনীয় সুযোগ। আমার জন্য খুব আনন্দের এবং গৌরবের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কাজের সহায়ক হিসেবে আমার জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে চেষ্টা করব। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব।
এসময় তিনি আরও বলেন, সম্মিলিতভাবে চেষ্টা করলে দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র পুরো বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
এর আগে, গতকাল শুক্রবার জ্যেষ্ঠ সাংবাদিক ও আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক নাইমুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটা আগে ঘটে) সরকারের সচিব মর্যাদায় নাইমুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই সময় তিনি ৭৮ হাজার টাকা মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন।
প্রসঙ্গত, নাইমুল ইসলাম খান ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে তিনি এসএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জ্যেষ্ঠ সাংবাদিক নাইমুল ইসলাম খান সবশেষ দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।