আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন সারজিস আলম
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৪, ১৪:৪৯
গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায়, তবে সে দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। আজ বৃহস্পতিবার সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ছাত্রলীগ-যুবলীগসহ স্বৈরাচারের যারা দোসর ছিল সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি গণঅভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে। এটি কখনো হতে দেওয়া হবে না। ছাত্র সমাজ মাঠে আছে, থাকবে। এ সময় পাল্টা গণঅভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ঘোষিত ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্র্বতী সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছি। এসব দাবি বাস্তবায়নে কালবিলম্ব করলে গদি থেকে নামানোর মতো কৌশল শিক্ষার্থীদের জানা আছে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস আলম।
এর আগে মঙ্গলবার চার দফা দাবিতে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির ডাক দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে ওইদিন ঢাকাসহ সারাদেশে রোডমার্চ কর্মসূচি ছাড়াও আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। সবশেষ বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় শাহবাগে কেন্দ্রীয় জমায়েতে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।
সারজিস বলেন, 'গত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, সেগুলোর হুকুম কোথায় থেকে এসেছে আমরা জানি। স্পষ্ট কথা হচ্ছে, আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। সে তার আমলে যতগুলো বিচার করেছে; এর মধ্যে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে, হিংসার বশবর্তী হয়ে, তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না। আমরা আদালতকে ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব, পুরো পৃথিবীর মানুষ যেন প্রশ্ন করতে না পারে।'
তিনি বলেন, 'আমাদের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা চাই, পুরো বিশ্ব দেখুক, সে কত বড় একজন খুনি ছিল। কীভাবে এ দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে।'
'মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয়, সে জন্য আমি পদত্যাগ করেছি'—শেখ হাসিনার এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে সারজিস বলেন, 'এখন ১৯৭১ সাল নয়, ১৯৯০ সাল নয়। ২০২৪ সালে দাঁড়িয়ে কে কী বলছে, কে কী করছে, কার উদ্দেশ্য কী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটি জানে।
সে যে ক্ষমতায় থাকার জন্য আরও ১০-২০, ৫০ হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে, আর্মি, নেভি, এয়ার ফোর্সকে হুমকি দিয়েছিল, যেন যে কোনো উপায়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়। তিন বাহিনী যদি তার কথার বিরুদ্ধে না দাঁড়াতো, বাংলাদেশে অনেক বড় বিভীষিকা হতে পারতো।'
তিনি বলেন, 'সেদিন ঢাকা শহরের প্রতিটি প্রান্ত থেকে যদি লাখ লাখ মানুষ রাস্তায় না নামতো, এই সংখ্যাটা যদি হাজারে হতো, খুনি হাসিনা বিভিন্ন ফোর্সকে বাধ্য করতো গুলি চালাতে। বাংলাদেশের মানুষ এখন আর শিশু নেই। বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বোঝাবেন তাই বুঝবে, এই দিন আর নেই।'
আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবিপ্লবের কথা বলা হচ্ছে—এ ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকে সারজিস বলেন, 'কেউ যদি প্রতিবিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে বাংলাদেশের পুরো ছাত্র-জনতার বিপক্ষে ঘোষণা দিচ্ছে। এই ঘোষণা যারা দিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়। তাদের উদ্দেশ্য এ দেশের ছাত্র-জনতার সঙ্গে সম্পৃক্ত নয়, বরং দেশের মানুষকে শোষণ করার সঙ্গে সম্পৃক্ত।
দেশের বাইরে কিছু অপশক্তির হাতে আংশিক বা সম্পূর্ণ বিক্রি করে দেওয়া যে তাদের স্বার্থ, সেটি আমরা বুঝে যাই। কেউ যদি পুনরায় এই সাহসটুকু করে, প্রতিবিপ্লবের চেষ্টাটুকু করে; ৫ আগস্ট দেখেছেন, এর পরে যা হবে, আপনাদের অস্তিত্বও থাকবে না।'
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'ছাত্র-জনতার অংশগ্রহণে যে অভ্যুত্থান হয়েছে, সেটি নিয়ে বেশ কটি আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। রাজনৈতিক দ্বন্দ্বকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে।'
তিনি বলেন, 'অতীতের অনেক ঘটনা, যেগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে, সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে ভারতীয় গণমাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। আমরা দেখেছি, গতবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিস্যা দিয়ে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠা করেছে। যেটি জয়ের (সজীব ওয়াজেদ জয়) বক্তব্যে স্পষ্ট হয়।
গণবিমুখ হয়ে তারা মোদিমুখী হয়েছে। ক্ষমতায় আসার জন্য তারা মোদির ওপর নির্ভর করছে। জয় মোদিকে অনুরোধ করছেন, ৯০ দিনের মধ্যে যেন নির্বাচনের ব্যবস্থা করেন—জনগণ থেকে তারা কতটা বিচ্ছিন্ন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার এখন দেশে-বিদেশে প্রোপাগান্ডা চালাচ্ছে।’
'বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে আবেদন না করে মোদির কাছে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমরা স্পষ্ট করে দিতে চাই, আমেরিকায় বসে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনাদের কোনো ধরনের অধিকার নেই।
আপনাদের নৌকা অনেক আগেই ফুটো হয়ে গেছে। নৌকার পাটাতন নেই, সুতরাং বৈঠা গুঁজে লাভ নেই। মোদির বৈঠা দিয়ে বাংলাদেশে নৌকা চালাবেন সেই আশা আপনারা আর করবেন না,' যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'আগে বিচার নিশ্চিত হবে। স্বীকার করতে হবে তারা ভুল করেছে। গণক্ষমার মধ্য দিয়ে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদের গ্রহণ করে, সেটি বিবেচনা সাপেক্ষ। এটি মানুষের বিষয়। সবাইকে বিচারের আওতায় আসতে হবে। এই ১৬ বছরে মানুষের ওপর যে অত্যাচার-নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে। তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না।'
বিষয়: আওয়ামী লীগ নিষিদ্ধ সারজিস আলম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।