রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সাড়ে তিন ঘণ্টা পর উত্তরার আগুন নিয়ন্ত্রণে

Nasir Uddin | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:০২

উত্তরা রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি দমকল বাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ার বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২ টা ২ মিনিটে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আমরা মোট ৭ জনকে উদ্ধার করেছি। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, তারা ওই রেস্তোরাঁর কর্মী হতে পারেন। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন নিচতলা থেকে লেগে ওপরে ছড়িয়ে যায়।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top