খালেদা জিয়াকে উচ্ছেদের নেপথ্য চরিত্র—বিচারপতি খায়রুল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৭:১১

শেখ হাসিনার পতনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন তার সুবিধাভোগীরা। এবার গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বৃহস্পতিবার সকাল ৮টায় ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি।
তিনি ছিলেন সেই ব্যক্তি—যার রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়। রায়টি শেখ হাসিনার পক্ষে গিয়েছিল, আর দেশের জন্য তৈরি করেছিল চরম রাজনৈতিক অস্থিরতা।
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদেও তার ভূমিকা ছিল সরাসরি। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চই শুনানি ছাড়াই সিদ্ধান্ত দিয়েছিল। সেই রায়কে বলা হয় একতরফা, অন্যায় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অবসরের পরও খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে থেকে গেছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হিসেবে। হাসিনার দেশত্যাগের পর পদত্যাগ করেন তিনিও। তারপর থেকেই ছিলেন গা ঢাকা দিয়ে।
তার বিরুদ্ধে রায় জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়ের অভিযোগে একাধিক মামলা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম তার বিচার দাবি করেছে। ইতিহাসের এক বিকৃত অধ্যায়ের অবসান শুরু হলো, দাবি অনেকের।
বিচারপতির আসনে বসে যিনি বিচারব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছিলেন, এবার তার নিজের বিচার শুরু হলো। ইতিহাসের ঘড়ি ঘুরছে। একদিন যিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ বিচারক, আজ তার নিজের বিচার চায় জাতি। ইতিহাস একে বলে—পদ আর ক্ষমতার বদলা সময় ঠিকই নেয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।