রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আগে ঘুষ ১ লাখ, এখন ৫ লাখ—এটাই কি সুশাসন? —ফখরুলের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৭:৩৩

ছবি: সংগৃহীত

আগে ঘুষ দিতে হতো ১ লাখ, এখন দিতে হয় ৫ লাখ! দেশে সুশাসন কোথায়?—প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকার সিরডাপে এক বই প্রকাশনা অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করেন মির্জা ফখরুল।

এক বড় ব্যবসায়ীর বরাত দিয়ে তিনি বলেন—আগে ঘুষ দিতাম এক লাখ, এখন দিই পাঁচ লাখ টাকা। তিনি আরও বলেন—দেশে এখন কোনো সুশাসন নেই, নেই নিয়ন্ত্রণও। এমনকি পুলিশের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি।

অন্য এক অনুষ্ঠানে তিনি সরাসরি প্রশ্ন তোলেন—ভাড়া করা লোক দিয়ে কি দেশ চালানো যায়? তিনি জানান, দেশে এখন চলছে এক ধরনের রাজনৈতিক জগাখিচুড়ি। আর সরকারবিরোধী আন্দোলনকে তিনি অভূতপূর্ব গণ-অভ্যুত্থান বলে উল্লেখ করেন।

গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে দরকার গণতান্ত্রিক নির্বাচনের—এমনটাই বারবার বলছেন বিএনপি মহাসচিব। কিন্তু প্রশ্ন একটাই—এই ‘নতুন বাংলাদেশ’ গড়ার সুযোগ কি আদৌ তৈরি হয়েছে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top