মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের মাটি হবে সন্ত্রাসমুক্ত, ড. ইউনূসের স্পষ্ট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৮:০৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই—কঠোর বার্তা দিলেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার, ২৮ জুলাই, ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

বৈঠকে ড. ইউনূস স্পষ্ট করে বলেন—বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। সন্ত্রাস দমন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান—সরকার সন্ত্রাস দমনে সর্বাত্মক চেষ্টা করছে, এবং এই বিষয়ে কোনো ছাড় নয়।

প্রায় ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক স্বার্থ, এবং শুল্কসহ অর্থনৈতিক বিষয়েও আলোচনা হয়। মার্কিন প্রতিনিধি ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরকে স্বাগত জানান। তিনি বলেন—যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের পাশে থাকবে।

এ সময় অধ্যাপক ইউনূস জাতীয় ঐকমত্য গঠনে কাজ করা কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন। জানান—অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, এবং সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে। এ বৈঠক প্রমাণ করে—বাংলাদেশ সন্ত্রাস-দমন ও গণতন্ত্রচর্চায় দৃঢ় অবস্থানে আছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় সেই অবস্থানকে গুরুত্ব দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top