বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জুলাই আন্দোলনের স্বীকৃতি কি এবার সত্যিই আসছে? মুখ খুললেন মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১৩:৫০

ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন—আসছে ৫ আগস্টের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য নিশ্চিত হলে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত হবে।

তিনি জানান, এই ঘোষণাপত্রের কথা প্রথম ছিল গত বছরের ৩১ ডিসেম্বর। কিন্তু রাজনৈতিক সমঝোতার অভাবে তা পিছিয়ে যায়। ফেব্রুয়ারিতে খসড়া তৈরি হলেও, আদর্শিক মতপার্থক্যের কারণে আলাপ বন্ধ থাকে মার্চ-এপ্রিলজুড়ে। রমজান মাসের পর মে মাসে তিনি আবার বিষয়টি উত্থাপন করেন, তবে তখনো সাড়া মেলেনি।

জুনে আবার উদ্যোগ নেয় সরকার। সিদ্ধান্ত হয়—জ্যেষ্ঠ উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে একটি সম্মিলিত খসড়া তৈরি করবেন। তবে এখনো কিছু ঐতিহাসিক ও আদর্শিক বক্তব্য নিয়ে মতবিরোধ রয়ে গেছে।

তবুও মাহফুজ আলম আশা করছেন—সব পক্ষ ছাড় দিলে ছাত্র-জনতার অভ্যুত্থান ও জুলাই শহিদদের আত্মত্যাগ রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন—জুলাই ঘোষণাপত্র বাস্তব হবেই। আর সেই ঘোষণাপত্রে ‘জুলাই ছাত্র-জনতার ন্যায্য স্বীকৃতি’ নিশ্চিত করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top