বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে উত্তেজনা, প্রশাসনের ১১ দিনের নজরদারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৫:৪৩

ছবি: সংগৃহীত

টানা ১৫ বছরের শাসন শেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর, তবু এখনো রাজনীতির মাঠে ফিরতে পারেনি আওয়ামী লীগ। অথচ, অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশ-বিদেশে ছদ্মবেশে সক্রিয় রয়েছে দলটির নেতা-কর্মীরা।

এমন পরিস্থিতিতে ফের সহিংসতা সৃষ্টির আশঙ্কায় ১১ দিনের জন্য সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের বিশেষ শাখা আশঙ্কা করছে, এই সময়ে অনলাইন-অফলাইনে সংগঠিত প্রচারণার মাধ্যমে সহিংসতা, নৈরাজ্য বা হামলার পরিকল্পনা হতে পারে। বিশেষ করে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।

চিঠি পাঠানো হয়েছে ডিএমপি, বিভাগীয় ও জেলা পুলিশ প্রধানদের কাছে। নির্দেশনা স্পষ্ট—সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার গোয়েন্দা ও মোবাইল পেট্রল বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং ভার্চুয়াল স্কোয়াড পর্যবেক্ষণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন—আওয়ামী লীগের দোসররা দেশে-বিদেশে বসে রাজনৈতিক নৈরাজ্য তৈরির ষড়যন্ত্র করছে। পাচার করা টাকা ফিরিয়ে এনে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ১১ দিন, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট—নজরে পুরো দেশ। সতর্ক আছে প্রশাসন। এখন চোখ জনগণের সচেতনতার দিকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top