নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া—আশাবাদী মিন্টু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৭:৪৬
                                        আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটাই জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিন্টু বলেন, “নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জিতবে। আমাদের নেত্রী খালেদা জিয়াও অংশ নেবেন। তিনি এখন সুস্থ আছেন।”
আসন্ন নির্বাচনের সময় নিয়েও কথা বলেন মিন্টু। তার ভাষ্য, “লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমরা অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতি দিয়েছি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে জানুয়ারিতেও হতে পারে। কারণ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলমান। রায়ে যদি কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।”
বিএনপির নির্বাচন চাওয়ার বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, “অনেকেই মনে করে হঠাৎ করে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি। এটা ভুল। ২০০৬ সাল থেকেই আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসছি। সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি। প্রায় দুই যুগ ধরে দেশে নির্বাচিত সরকার নেই। এই বাস্তবতায় বিএনপি নির্বাচনের পক্ষেই অবস্থান নিয়েছে।”
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।