বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৭:৫০

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

মামলায় আরও ১৭ জনকে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। সব মিলিয়ে ৩২ জন আসামির মধ্যে একজন, মামুনুর রশীদ, এখনো পলাতক।

২০২১ সালের ১ মে চৈতননগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী সাইফুল আলম গুলি চালান। এতে দশম শ্রেণির ছাত্র সুমেল মিয়া নিহত হন এবং আহত হন তার বাবা, চাচাসহ আরও চারজন। পরে নিহতের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওসি রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আদালতে ২৩ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে মামলার রায় হয়। প্রধান আসামি সাইফুল আলম চার বছর ধরে কারাগারে রয়েছেন। আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, জলিল ও আনোয়ার। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন: ইলিয়াছ, আব্দুন নূর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবর।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দৃষ্টান্তমূলক সাজা দিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top