রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপিকে

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫, ১৭:১৯

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রোববার (৩ আগস্ট) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে নয়টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।আজ এ মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমদিন জুলাই আন্দোলনের আহতরা ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। গতকাল এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ আমিম।

‎২০২৪ সালের পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে এ পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আওয়ামী লীগের গ্রেফতারকৃত শীর্ষ ১৭ নেতা, ওবায়দুল কাদেরসহ আরও ছয়টি মামলার চুড়ান্ত তদন্ত শুরু হয়েছে ।

‎প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার সর্বশেষ জানা ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় বিচার চলবে একতরফাভাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top