• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শাহবাগে ধর্ষণবিরোধী গণসমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ২৩:০৫

শাহবাগে ধর্ষণবিরোধী গণসমাবেশের ডাক

নারীর প্রতি সহিংসতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৯ দফা দাবিতে ঢাকার শাহবাগে ধর্ষণবিরোধী গণসমাবেশের ডাক দিয়েছে 'ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ' নামে সংগঠনটি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ গণসমাবেশের আয়োজন করবে তারা।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলন থেকে একথা জানিয়েছেন প্রগতিশীল ছাত্র, নারী, যুব, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সমন্বয়ে গড়ে ওঠা 'ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ'।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।

সংবাদ সম্মেলনে তারা এই প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়ে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করার আহ্বান জানান।

এর আগে গত বছরের ৯ অক্টোবর রাজধানীর শাহবাগে 'ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ' লেখা ব্যানারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশ থেকে তারা ৯ দফা দাবি উপস্থাপন করে সাংস্কৃতিক সমাবেশ, নারী সমাবেশ, সাইকেল র‍্যালিসহ নানা কর্মসূচি পালন শেষে ১৬-১৭ অক্টোবর ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত লংমার্চ করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top