রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

নিউ মার্কেটে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের অস্ত্র ভান্ডার উন্মোচন, ভয়ংকর অস্ত্র বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১২:১৭

ছবি: সংগৃহীত

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার! শনিবার রাতে নিউ মার্কেট এলাকায় তিনটি দোকানে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে—১১০০টির বেশি সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, মিট হ্যামার!

সেনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী—এই অস্ত্রগুলো কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছিল। অভিযানে আটক হয়েছে ৯ জন—রুকনুজ্জামান, রাব্বি, রোমান, আলী আকবর, সাজিদ হাসান, আলী, হৃদয় মিয়া, নুর হোসেন ও মো. স্বপন।

অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ব্যাটালিয়নের ‘ডেয়ারিং টাইগার্স’। ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন আহমেদ বলেন—এ ধরনের অস্ত্র প্রায়ই কিশোর গ্যাংয়ের শোডাউনে দেখা যায়। একটি সংঘবদ্ধ চক্র এগুলো সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছে।

তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন—শখ বা স্যুভেনির হিসেবে কেউ সামুরাই বা চাপাতি কিনলেও বাস্তবে এগুলো অপরাধে ব্যবহৃত হচ্ছে। তাই বিক্রি বন্ধ করতে হবে।

শেষে তিনি প্রতিশ্রুতি দেন—ইনশাআল্লাহ কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ অবৈধ অস্ত্র বিক্রি করলে ক্যাম্পে খবর দিন। এই অভিযান প্রমাণ করলো—যদি সবাই সতর্ক থাকে, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য থামানো সম্ভব।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top