নিউজফ্ল্যাশ৭১ এ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
রাজীব রায়হান | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১৫:৫০

পদবী: মাল্টিমিডিয়া প্রতিবেদক
সংস্থা: নিউজফ্ল্যাশ৭১
অবস্থান: ঢাকা, বাংলাদেশ (প্রয়োজনে ফিল্ড লোকেশনে যাতায়াত করতে হবে)
চাকরির ধরণ: পূর্ণকালীন
আবেদন করার শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৫
সংক্ষেপে নিউজফ্ল্যাশ৭১ সম্পর্কে
নিউজফ্ল্যাশ৭১ হলো বাংলাদেশের আধুনিক ও সাহসী, তথ্যভিত্তিক সাংবাদিকতার একটি প্ল্যাটফর্ম। আমরা সময়োপযোগী, সঠিক ও জনগণের কাছে সহজবোধ্য সংবাদ পরিবেশন করে থাকি। আমাদের সম্প্রচার ও ডিজিটাল চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সম্প্রসারিত দর্শকসংখ্যা রয়েছে।
পদের সারসংক্ষেপ
আমাদের সংবাদকক্ষের জন্য একজন গতিশীল ও সৃজনশীল মাল্টিমিডিয়া প্রতিবেদক খুঁজছি। এই পদটি সাংবাদিকতা, ভিডিওগ্রাফি এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের দায়িত্বসমূহ একত্রিত করে। আদর্শ প্রার্থীকে সংবাদপ্রতি গভীর আগ্রহ থাকা, বিভিন্ন প্ল্যাটফর্মে গল্প বলার দক্ষতা থাকা এবং দ্রুত সময়সীমার মধ্যে কাজ করার সক্ষমতা থাকা প্রয়োজন।
প্রধান দায়িত্বসমূহ
নতুন, স্বতন্ত্র এবং প্রভাবশালী খবরের গল্প খোঁজা, প্রস্তাব করা ও তৈরি করা।
মাঠ থেকে রিপোর্ট করা, সাক্ষাৎকার নেওয়া এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট (ভিডিও, অডিও, লেখা, ছবি) তৈরি করা।
সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ভিডিও প্যাকেজ শুট ও এডিট করা।
আকর্ষণীয় স্ক্রিপ্ট, ক্যাপশন এবং ওয়েব আর্টিকেল লেখা।
প্রডিউসার, সম্পাদক ও সোশ্যাল মিডিয়া টিমের সাথে ঘনিষ্ঠ সমন্বয় করা।
মোবাইল জার্নালিজম (গড়ঔড়) টুলস ব্যবহার করে দ্রুত সংবাদ পরিবেশন করা, বিশেষ করে ব্রেকিং নিউজে।
কন্টেন্ট সঠিক, নৈতিক এবং নিউজফ্ল্যাশ৭১-এর সম্পাদকীয় মান বজায় রাখার নিশ্চয়তা দেয়া।
যোগ্যতা ও প্রয়োজনীয়তা
সাংবাদিকতা, গণমাধ্যম বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
সংবাদ সংস্থা, টিভি বা অনলাইন মিডিয়ায় ১-২ বছরের কাজের অভিজ্ঞতা; নতুন প্রার্থীদেরও আবেদন করার সুযোগ আছে।
ভিডিও শুটিং ও এডিটিং (অ্যাডোব প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো বা অনুরূপ সফটওয়্যার) এ দক্ষতা।
বাংলা ও ইংরেজিতে বলার, লেখার এবং সাক্ষাৎকার নেওয়ার পারদর্শিতা।
অনিয়মিত সময় ও জরুরি প্রয়োজনে যাতায়াত করার সক্ষমতা।
ডিজিটাল পাবলিশিং টুলস এবং সোশ্যাল মিডিয়ার শ্রেষ্ঠ অনুশীলন সম্পর্কে জ্ঞান।
সংবাদ অগ্রাধিকারপ্রাপ্ত দক্ষতা
সরাসরি সংবাদ পরিবেশন বা নিউজ অ্যাঙ্করিং-এর অভিজ্ঞতা।
এসইও ও ডেটা ভিত্তিক গল্প বলার জ্ঞান।
মাল্টিমিডিয়া উপস্থাপনায় সৃজনশীল দৃষ্টিভঙ্গি।
দ্রুত পরিবর্তনশীল সংবাদ পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা।
আমরা কী অফার করিঃ
প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক সংবাদকক্ষ পরিবেশ।
পেশাগত উন্নয়ন ও কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ।
জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করার অভিজ্ঞতা।
আবেদন করার নিয়ম
আপনার সিভি, সংক্ষিপ্ত কভার লেটার এবং সাম্প্রতিক ২-৩টি কাজের নমুনা (লিংক বা ফাইল) [newsflash71info] এই ঠিকানায় পাঠান। সাবজেক্ট লাইনে উল্লেখ করুন: Application for Multimedia Reporter–পরে আপনার নাম লিখুন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।